রমজানের ওই রোজার শেষে
খুশির চাঁদ উঠল মৃদু হেসে,
ঘুচিয়ে পাপ দিলেন যিনি বর
মহান খোদা চির কল্যাণকর।


খুশির গানে পুলক জাগে মনে
সারাবেলা মিলন সুখের বনে,
জড়িয়ে ধরে ভায়ের বুক ভাই
আজ কেহই আপন-পর নাই।


সাধন ভজন প্রেমের কথন
সেবাই জীবন আশিস যতন,
রোজার নামাজ দেহের রতন
জ্ঞানের প্রদীপ আলোর মাতন।


মনের সকল মলিনতা ধুয়ে
সেলাম জানাই তাঁরি পদে নুয়ে,
সকল যুগের মানব সকল
প্রেমের দীক্ষায় ভক্ত পাগল।


আজান সুরে তাঁহার গান গাই
মরণ প'রে সুগম পথে ঠাঁই,
সকল দ্বেষ সকল ঘৃণা ত্যাজি
মিলবে প্রসাদ দেবে আল্লা-কাজি।