একলা নদী চলে বয়ে
হঠাৎ বাঁকে দেখা,
বললো নদী কও কথা
আলাপ হলো একা।


তখন রাত শেষ দিকে
আমার হাতে বাঁশি,
ঘুমের দেশ ছেড়ে দিয়ে
একলা পরবাসী।


কথার ফাঁকে পৌঁছে গেছি
আমি নদীর মাঝে,
আপন করে ভালোবাসে
আমায় পেয়ে কাছে।


চমকে উঠে দেখি আমি
মাঝনদীতে রাতে,
ভয়ে আমি চেঁচিয়ে বলি
যাব না আর সাথে।


নিজের মাটি ছেড়ে আমি
চোরা বালির পথে,
হাসে সূর্য পুবাকাশে
সৌরভে স্বর্ণরথে।


সকাল হলে দেখা হবে
এখন যাও একা,
সকল কাজ সেরে আমি
একাই দেবো দেখা।