রাত্রি যতই কালো হোক
কলঙ্কের কাছে সে মলিন।


তোমার দৃষ্টিতে আমার বশ্যতা
তোমার কেশরাশি আমার প্রেম
তোমার সোহাগ আমার প্রেরণা
হোক না তা অবৈধ-অলিখিত।


তবুও আমি তোমার পলকপাতে
তুমিও আমাকে রেখেছো নয়নে  
তবে কেন মিছে ভয় পাও কলঙ্কের
আমিতো তার চেয়ে অধিক কালো!


চেয়ে দেখো আমি আলোকে
রাত্রি যাপনের পরও উজ্জ্বল।