সকাল হলে খায় মিঞা পাস্তা
ডিম ছোলা কলা-রুটির নাস্তা
বেলা বাড়ে চড়ে খিদে খায় পেস্তা
আখরোট সাথে মাইলো এক বস্তা
ডাল-ভাত মাছ-মাংস টক পাঁপড় খাস্তা
দুপুরেতে মিঠাই সাথে খিলি-পান আস্থা
বিকালে চা-পান কুড়কুড়ে বিস্কুট সস্তা
রাতে সে খায় কি শুনে রাখো শেষটা-
দু'কিলো আটার রুটি সাথে আলু ভেস্তা
তারপর কলস ভরা জলে মেটে তার তেষ্টা
মনে রেখো পরিচয় তার মিত্র পাড়ার কেষ্টা
দাওয়াত দিয়ে আমি খেয়ে গেছি কেসটা!