দল বেঁধে সারিবদ্ধ হয়ে ওরা কোথায় চলেছে?
প্রশ্ন ছুঁড়ে লাভ নেই, তাই পিছে পিছে -
অনেকটা সময় ব্যয়ে অনেক কিছু শেখা
ঘাটের শান চটে গিয়ে যেখানে ফাটল ধরেছে
সেইখান থেকে শুরু করে রান্নাঘরের দেয়াল ঘেঁষে
পূবের জানালা টপকে ভাঁড়ার ঘরের দিকে
চলেছে ছোট ছোট পিঁপড়ের দলবদ্ধ মিছিল,
জানালা দিয়ে আমার প্রবেশ না ঘটায়
অগত্যা ভাঁড়ার ঘরের দরজা খুলতে হল
দেখি মেঝেতে পড়ে আছে চিনির সমাহার,
আশ্চর্য্য! প্রায় প্রত্যেকের মুখেই এক একটি দানা
যারা পরে এসেছে তারাও পেয়েছে চিনির দানা
আর যাদের ক্ষমতা নেই একটি চিনির দানা বইবার
আরোও আশ্চর্য হলাম তাদের দেখে -
দু'টি পিঁপড়ে এক একটি দানা মুখে নিয়ে একত্রে
এগিয়ে চলেছে তাদের বাসার দিকে
অর্থাৎ ফাটলধরা স্নানের ঘাটের পশ্চিমে,
তাই ফাটল আজও রয়ে গেছে ঠিক সেইখানে
ওদের কর্মনিষ্ঠা সহমর্মিতা মানুষকে শেখাবে কী মানবতা!