কত ঢঙে চলে নারী
কত কথা বলে খালি,
রূপ তার সুধা বারি
সেবা করি আমি মালি।


কথা তবু রয়ে যায়
বোঝে নাকি সে কি হায়,
মন বলে শোন রায়
মুখ তবু বোবা-কায়।


এতো তারে বাসি ভালো
আমি যে তোমার কালো,
ভালোবাসো মুখে বলো -
এক সাথে পথে চলো।


চোখ তার কাছে ডাকে
মনে হয় অনুরাগে,
এই বুঝি প্রেম মাগে
কোথা তুমি এসো বাগে।


ফুল নিতে ভারি লাজ
করি তার সব কাজ,
দিন শেষে পড়ে বাজ
বরমালা দিল আজ!