বলতে পারেন রাস্তা গেছে কোথায়?
-বিধান রোড, এগিয়ে যান
হাঁটতে হাঁটতে যাচ্ছি আমি একাই
ওমা, কে যেন বলে - দাঁড়ান!
তখন আমার পাচ্ছে ভয় একটু
কি আর করা - থেমে গেলাম,
অনেক আগেই সন্ধ্যা গেছে সুদূর
এখন রাত, জপছি রাম!
আঁধার রাতেই ধর্ষিতা অভাগী নারী
রাম-রহিম সবাই মিলে,
ভোরের আলোয় ছিন্ন কাপড় নিয়ে
গেলাম ফাঁড়ি, তাড়িয়ে দিলে!
মা'য়ের আলয় হল না আর যাওয়া
এখন আমি নষ্ট মেয়ে,
এমন সময় দেখি - ডাঁয়ে ও বাঁয়ে
লড়াই চলে, আমায় পেয়ে!
বলছে কেহ - ঘৃন্য কাজ, করল রাম
কেউবা বলে - না না, রহিম
তখন আমি পিশাচ মুখে দিই থুতু
নে লুটে মা'কে, মরদ ভীম!
দোহাই তোমায় দেশ মা' রহম কর
জনম দিও মা' পুত্র তব,
দিও না জনম কন্যা, মিনতি মা'গো
না হয় শিখণ্ডী জন্ম লব!