তেল দিয়ে হয় যদি রক্ষা কেশ
রাজা কেন করে না রক্ষা  দেশ?
তেলা মাথায় তেল ঢালার রেশ
রাজা বলেন, আহা, বেশ বেশ।


তেলের যোগান দেয় কলু
তেল মেখে নাচে লালু-ভুলু,
কলুর বলদ পাল্টে কালু
রুক্ষ্য দেশে উড়ছে বালু।


প্রজা এখন ডাঙার কই
গজা ধরেছে দেশের মই,
সুযোগে নেপোয় মারে দই
তাতে হোক না যতই হৈচৈ!


মেয়াদ দেখতে দেখতে শেষ
রঙের খেলায় রঙিন বেশ,
বোড়ে রাজার সাজায় কেশ
হাসে রাজা,বলেন, মেষ মেষ!