কে ও ?
ও কার হাতছানি ?
ও কি মানব সভ্যতার শেষ বিদূষক !
কি চায় ও ?
দু'হাতে ধরা সভ্যতার শ্বেতপাত্রে ও কিসের তরল ?
ভ্রাতৃহন্তার উতপ্ত গরল --
নাকি পবিত্র ভালোবাসার অমৃত ?
দু'য়ের মধ্যে কার জায়গা আগে !


ওরা কারা ?
প্রতীক্ষার ভঙ্গি নিয়ে
কেন তোমরা প্রতিরোধ করে আছো ?
কি চাও তোমরা ?
-- প্রলয়ের ঘূর্ণি হাওয়া,
তারপর সব শেষ।


শতাব্দীর চোখে রৌদ্র-ভেজা স্বপ্ন --
অবিশ্রান্ত রক্তপাতের পর উর্ব্বর পৃথিবীর
জন্মক্ষণ সূচিত হয় নব-চেতনায়।