স্বপ্ন উজান মেঘের কোলে শান্ত সকালবেলা,
পড়ছে মনে হারানো সুরে আমার ছেলেবেলা ।
“মেঘের কোলে রোদ হেসেছে বাদল গেছে টুটি ”,
পড়ছে মনে দল বেঁধে সেই পূজার ছুটো-ছুটি ।
নতুন জামার আলতো সুবাস - ঠাকুর দেখার মজা ,
ভিঁড়ের মধ্যে অকারণেই নতুন কিছু খোঁজা ।
বসে আঁকো, শারদীয়া, মহালয়ার গান –
হারিয়ে পাওয়া পূজার গানে চিন্তা-বিহীন প্রাণ ।
পূজা মানে বড় হওয়া, মায়ের হাসির ছোঁয়া,
পূজা মানে ঢাকের বোলে ছন্দ খুঁজে পাওয়া ।
পূজা মানে বই-এর ধুলো, সময় হিসাব ভোলা,
পূজা মানে রাত জেগে সেই আড্ডা দেবার পালা ।
ফেলে আসা সেই পূজার স্মৃতি আজও তেমনি আছে,
প্রথম প্রেমের রঙিন আবেশ বুকের কোণে বাজে ।
আজ আছে হারিয়ে যাওয়া পূজার গানের রেশ ,
ব্যস্ত জীবন বলছে এখন, 'সেদিন ছিল বেশ'
জীবন এখন ব্যস্ত বড়ই, কাজের নেশায় চুর,
ভুলিনি তবু পূজার গন্ধ, আগমনীর সুর।
এই প্রবাসে আকাশ আছে, আছে মেঘের ভেলা,
পথের ধারে হঠাৎ্ ফোটা কাশ ফুলেরই মেলা।
তবুও কোথাও কি যেন নেই বলছে আমার মন;
ভাবছি বসে আসবে কখন পূজার নিমন্ত্রণ।
আসছি আমি, তুমিও এসো, পাঠিয়ে দিলাম ডাক  --
বাকি কথা সেদিনই হবে, আজ এটুকুই থাক।