উল্টে দেখো
পাল্টে গেছে,
পড়ো-লেখো
নতুন ধাঁচে।


এক ছিল একা
দু’য়ে মিলে দ্বন্দ্ব
তিন সেও মন্দ,
চারে আছে ছন্দ
পাঁচে পঞ্চ-তন্ত্র,
ছয় আনে দল
সাতে মিলে চল,
আটে গলা উঁচু
ন’য়ে মাথা নিচু,
দশ ভয়ে ঋজু
শুন্য তারি পিছু
বুঝলে কি কিছু !