প্রতিদিনের মত সেদিনও তার মা
সকাল হতে না হতেই
এসে দাঁড়ায় লাইনে,
শরীর বেচতে
ওবাঁচাতে।


বাঁচাতে চায় ওর ছোট শিশুটিকে,
ওতখন ঘরে একা হেগে-মুতে
একাকার হয়ে কোঁকিয়ে
কোঁকিয়ে কোঁকিয়ে
নি:স্বাড়।


সেই উজ্জ্বল দিনটা ছিল নারীদিবস
সংবাদ পত্রে প্রতিশ্রুতির শব্দগুচ্ছ
অন্যদিকে অপমৃত্যুর হাতছানি,
এখন সে হাতপাতে
শরীর নয় !