দিয়ালে কত্ত বাহার কইরেছেন বড়
তিন রঙা রঙ দাগাইলেন দমে
উ গুলান কি বটে ...... ছবি তো লয়
লিখা হবেক বটে  ...... তো কি লিখলেন গ'
ইখানকার কুথা কিছু লিখলেন নাকি!
ইখানে পাথুরে মাটিতে চাষ লাই
খেত-খামারে জল লাই, মাটি শুঁখা হই আছে।
মুদের ভাঙা মাটির দিয়ালে
রঙ দাগাইলেন ক্যান ?
সবজে-লাল-কালা আরো কত্ত
উটো কি গ বাবু  ...... ফুল ফুটাইলেন বটে
ক্যানে গ' ...... ফুল দেখি করব কি !
উ দিকে উটা আবার কি এঁইকলেন গ'
এযে দেখি দিয়াল ভরা তারার ছবি বটে,
কিসের লাগি ইসব  .... মুরখ্যু মুরা বুঝতে লারি
শুধু জানি মুদের লাগি কিছু লাই, কেহ লাই।  
মুদের বাল-বাচ্চা সব ন্যাংটা,
উদের পরনে কাপড় লাই,
পেটে ভাত লাই,
মগজে শিক্ষা লাই
মুরা পড়তে লারি !


আইজ্ঞা, কি কইলেন বটে
সব কিছুই ইবার হবেক
কাম-কাজ জুটবে
ভাত মিলবে
শিক্ষা হবেক
ঘর দিবেক
সবই হবেক গ'
ভোঁট আইসছে যে !