ভন ভন ওড়ে মাছি সবখানে
চেয়ে থাকে শুধু খাবারের পানে,
খায় আর ছড়ায় যে রোগ জনে
মহামারী রূপ নেয় সেই ক্ষনে।
মৌমাছি ভোঁ ভোঁ চয়নে মধুচুরি
সুবাসিত গন্ধ যে ভুরি-ভুরি,
সেবনেতে ঘটে যে রোগমুক্তি
ফোটালে হুল চটে যায় ভকতি।


সাংবাদিক ছোটে খোঁজে খবর
যাহা দেয় তাহা দূষিত গোবর,
ছড়ায় জীবানু আনে দুর্ভোগ
সমাজের বুকে জমে মহাশোক।
চালাও কলম ফোটাও যে হুল
দিতে হবে আস্থা করো না ভুল,
হয়ো নাকো মাছি হওযে মৌমাছি
বিশ্বাস ও প্রত্যয় নিয়ে বাঁচি !


(মোদী সরকার সাংবাদিকদের প্রতি যে আহ্বান রেখেছেন )