আমি এমন এক জনকে জানি
যিনি আমার ক্ষিদের গ্রাস
মুখের ভাষা, মাটিতে ভর দিয়ে
সোজা হয়ে দাঁড়াতে শিখিয়েছে,
হৃদয় মাঝে সুখের অনুভূতি
ভালোবেসে জীবনকে উজাড় করে
বেঁচে থাকার অর্থ বুঝিয়েছে,
আমার শিক্ষা, আমার ধর্ম-অধর্ম
তাঁর জন্য আমার ব্যাকুলতা
জীবনের উত্থান-পতনের দ্রষ্টা
আমার বিপ্লব, আমার চেতনা
আমার সবুজ মনের সার্থক নির্মাতা।


চাইলেই সবচাওয়া পাওয়ায় পরিণত হয় না
আর তা হয় না বলেই চাওয়ার শেষ নেই,
তাই চাইলেই সবকষ্ট ভোলা যায় না
আবার সবসুখও প্রাণে সয় না।
ভালোবাসা কারো জীবনে অভিশাপ
আবার ভালোবাসা ছাড়া জীবন সুখহীন –
এসব কিছুই একান্তভাবে আমার।
আমার দশ আঙ্গুলে বেড়ে ওঠার
দাগ এখনও জ্বল জ্বল করছে,
জীবনের  শেষ ধাপে  এসে
উষ্ণ স্নেহের উত্তাপ ঢেলে আজও
তুমি মহীয়ান,
তুমিই উন্নতশির জননী আমার  
আমার দেশ, আমার মাটি
আমি সদা জাগ্রত প্রহরী।