তোমার গতি, তোমার বেড়ে ওঠা দেখিনি কখনো
কখন কোথায় কিভাবে তোমার স্বাক্ষাত্ মেলে!
তোমাকে নিয়ে অনেক স্বপ্নও দেখেছে কবি,
তুমি বহমান এক ধারা অন্তশলীলা –
আছো,হাত বাড়ালেই অনুভব করি
অথচ ধরা দাওনা কেন মায়াবী ?
মোহিনী রূপের আগুন জ্বালো যে
বাঁধো আবার ভোলাও বটে হে
অদম্য শক্তির অনুরূপা –
স্নেহভরে ঢেলে দাও মৌ
শক্তি-স্বরূপিণী তুমি,
তুমি প্রেরণা-দাত্রী
জ্যোতির্ময়ী ঊষা,
শান্তি-যামিনী
অভিমানী
প্রেয়সী
নারী
ঐ !