দশ বছর পর দেশে ফিরলাম --
মালায় আর চন্দনে বন্দিত আমি
সোনার টুকরো ছেলে ড: সেন ,
ধন্য ধন্য রবে মুখরিত উপকণ্ঠ।
কিন্তু সেই চেনা মুখের দেখা নেই
যার সাথে আমার পথ চলার কথা
বিশ্বাস-প্রত্যয়  আর নির্ভরতায়
বেড়ে ওঠা আমাদের ভালবাসা !
পাঁচ বছর ধরে দু'জন দু'জনকে
চিনেছিলাম হাতে হাত মিলিয়ে,
আশায় ছিলাম তার দেখা মিলবে
কিন্তু কই আশার ছ্টামাত্র নেই !
নিজেকে পরিচিতের মাঝখান থেকে
সরিয়ে নিয়ে এলাম ইলা'দের বাড়ি
সেখানেও প্রকান্ড একটা পুরনো তালা।
মনটা খামখা বিরক্তিতে ভরে উঠল
বাড়ি এসে মা'কে ডেকে বললে
তিনিও মুখ ফিরিয়ে নিলেন,
প্রতিবেশীর মধ্যে ছিল এক কাকা
আমার হাতে দিল এক ছিন্নপত্র,
তাতে লেখা কয়েকটি কথা মাত্র --
"তোমার দেওয়া লাল বেনারসী পরে
ভালবাসার পদ্মকে গর্ভে নিয়ে জীবনকে
শেষ করে দিতে চেয়েছিলাম আমি ,
স্রোতের প্রতিকূলতায় ধারা গেছে পাল্টে
আজ আমি বোরখায় তানজিলা বেগম।
তুমি ও তোমাদের সমাজ আমাকে
দিয়েছ মৃত্যু-বঞ্চনা আর তিতিক্ষা !
যেদিন তুমি এই চিঠি পড়বে --
আমাকে পাবেনা তোমার করে,
আমাকে বাঁচতে শিখিয়েছে সালেমন
আমাদের ভালবাসার ফসল ইমরান,
সুখ-স্বপনে  সমৃদ্ধ ভালবাসায় পূর্ণ
আমাদের নূতন জীবনের দিনগুলো।
ধিক্ তোমাকে আর তোমাদের সমাজ
যে সমাজ জানে না কথা রাখতে
তার সংসর্গই অচেতন সারসম
উজ্জীবিত প্রাণ এক ইসলাম !"