////// রাজা-সাজা \\\\


রাজ গেল, এল মন্ত্রী -
ঋণের দায়ে ষড়যন্ত্রী,
আমি খাব তোমরা বাদ
এক চালেতে বাজী মাত।
গণতন্ত্রের চোখে ধুলো
নাকে তুলো পিঠে কুলো,
পাত্র ও মিত্র ছিল যতসব
অস্থির চিত্ত করে কলরব,
ভরসা দিল চিটফাণ্ড একা
সর্বস্য দিয়ে যোগ দেয় বোকা,
ঠক্ বাছতে গাঁ উজাড়
ভোটে খোলে সিংহদ্বার,
দীণহীনে দান দেয় কেবা
পদলোভে মেকি জীব সেবা!
রঙে রঙে কত খেলা খেলি
লঙ্কা এসে তবে চোখ মেলি,
নিয়ম-নীতির নেই কোন দাম
আপনিই বাঁচলে বাপের নাম,
নাটকটা জমে গেছে বেশ -
হেলেদুলে পাড়ি পরদেশ!