//// বহুরূপী \\\\


পরদেশে গেল বছর ছ'য়েক
তারপর পিছনেতে এল ভেক,
বুঝলাম টাকা মাটি মাটি টাকা
রামকৃষ্ণের বাণী নয় ফাঁকা,
ছিল নাকো পাশপোর্ট ভিসা
সাধুবেশে আমি নব দিশা,
খবর পেয়ে দিলাম পাড়ি
তাড়া খেয়ে ফিরলাম বাড়ি,
বহুরূপী জীবনে নেই কোন দাঁড়ি
হিসাবকষে নিজেই এলাম ফাঁড়ি,
দুটি বছর থাকতে হলো জেলে
পাঁচ বছরে আমি এম এল এ,
করলাম শুরু কেঁচে গণ্ডুস
মন্ত্রীর পকেটে দিলাম ঘুষ,
রাজকোষ থেকে আসে বেতন
গণতন্ত্রের ধ্বজা অবচেতন,
সর্বহারা জনগন করে রোদন
মোর দুই হাতে চলে মহাভোজন,
নবরূপে তাই পুনরাগমন --
মৌমাছি হয়ে ভ্রমণ ও বমন!


(সকল কবিবন্ধুকে ঈদের আগাম শুভেচ্ছা জানাই। প্রহসন নিয়ে আবার দেখা হবে আগামী সোমবার। ভাল থাকবেন সবাই।
ঈদের দিনই রয়েছে ভগবান জগন্নাথদেবের  রথযাত্রা......আমন্ত্রণ রইল।)