(আগামীকাল পবিত্র ঈদ ও রথযাত্রার শুভেচ্ছা জানিয়ে আমার নিবেদন ......)


এক জীবন আর এক জীবনের জন্য
এক মন আর এক মনের আয়না
একই রক্ত একই ধারায় প্রবাহিত,
একটি পথের শেষে অপর পথের মিলন
দুটি নদী নানা পথ বেয়ে অবশেষে সমুদ্রে
একই ঢেউ একই কলতানে স্রোতস্রীনি
আমরা একই সুরে একই ছন্দে আবদ্ধ।
আমি নিমন্ত্রণে তুমি আমার দায়োতে
তুমি উত্সবে আমি তোমার পরবে
আমি মসজিদে তুমি আমার মন্দিরে,
তোমার ঈদে আমার শুভাগমন
আমার রথযাত্রায় তোমার পদছাপ,
উত্সবে উপহারে দান ও দৈন্যে
পরস্পর আমরা একে অপরের
করুণাময় শক্তির অপার করুণায়,
তুমি নার্গিস আমি তোমার নির্মাল্য
আমরা ভাষায় ও ভালবাসায় অভিন্ন হৃদয়
তুমি শিব সত্য ও সুন্দরের পূজারী
আমি নিরাকার আল্লাহর একনিষ্ঠ সাধক,
আমার স্তুতি তোমাকে আহ্বান জানায়
তোমার নমাজ আমাকে ব্যাপৃত করে
তুমি রোজায় আর আমি উপবাসে --
লক্ষ্য একটাই সান্নিধ্য আর আত্মশুদ্ধি,
তুমি আমার চোখের ভাষা উপলব্ধি কর
আমি তোমার অন্তরের আস্বাদ গ্রহণ করি
আমাদের ধর্মও সেই একই মন্ত্রে উচ্চারিত
সকল মানুষকে মানুষ রূপেই ভালবাসো
পরস্পর আমরা কেউ পর নই, একই আত্মা
আমাদের কুসংস্কারও সেই একইরকম
ধর্মান্ধতার বলিকাষ্ঠে নিজেকে আহুতি দেওয়া
আমাদের নির্বুদ্ধিতায় আমরা হয়েছি খন্ড খন্ড
সকল সংকীর্ণতা, সকল বাঁধানিষেধের উর্দ্ধে
ভালবাসার চিরন্তন অগ্নিশিখায় আজও আমরা
পরস্পর শেষবারের মত প্রজ্জ্বলিত হয়ে উঠবোই!