টিক্ টিক্ শব্দে ঘড়ির কাঁটা এগিয়ে চলেছে নির্দিষ্ট সময়ে
তার সাথে চলেছি আমরাও, কোন সে আলোর সন্ধানে  !
যেখানে যাচ্ছি সেখানেইবা আছে কি ?
হয়তো সবই আছে ! আশাতীত স্বপ্ন নয়, যা সত্য --
অনেক আশা, অনেক ভালবাসা, অনেক গান।  
সেখানকার মাটি কি মমতায় ভরা,
সেখানকার হরিত্ ক্ষেত্র কি চিরসবুজ,
বাতাস কি মধুর ঔদার্য্যে আলিঙ্গনে আবদ্ধ !
সেখানকার মানুষ কি স্বার্থপর নয় ?
নয় অত্যচারী, নয় কি বিবেকহীন ?
আত্ততা এবার নতুন সিদ্ধান্তে পৌঁছে যাবেই --
হয় অমৃতের ভান্ড, নাহয় মন্দার মুকুট।
আরো, আরো অনেক পথ পার হতে হবে
পথের শেষেই পাবে পরশপাথর,
ক্লান্ত যাত্রার শেষে পথেই মিলবে পথের দিশা
মুষ্ঠিবদ্ধ হাতের অঙ্গীকারে মজবুত অস্তিত্বের ইমারত !
এসো আমাদের হাত ধরো --
আমরাই আলোর পথযাত্রী,
সভ্য সমাজের ধ্বংসস্তূপ থেকেই আমাদের জন্ম
আমাদের রক্তেই বাঁচুক পৃথিবীর প্রাণ !