অস্তিত্বের লড়াই চলেছে অবিরাম
স্বভোজী আর পরভোজী দু’য়ের মধ্যে
বিন্দুমাত্র সময় নেই দাঁড়াবার --
সামনে যতই বাঁধাবিপত্তি আসুক না কেন
সওয়ার হতেই হবে নিজ লক্ষ্যে,
আক্ষেপের ঘরে তালা বন্ধ
তবুও দ্বন্দ্বভেদে পাড়ি দেয় সীমানায়
একতিল জায়গা ছাড়তে রাজি নয় কেউই
এখানেই যত সমস্যার বাতাবরণ,
সকলেই এখন স্বনির্ভর অথার্ত কিনা
নিজের পায়ে ভর দিয়ে চলতে ফিরতে পারে
খেয়া পার হয়ে পৌঁছবেই নিজ গন্তব্যে,
তারপর পক্ষপাতিতার বেড়াজাল ছিন্ন করে
স্লথ গতিতে অনুসরণের দৃষ্টি নিক্ষেপ --
অস্থির সময়ের দীর্ঘ পথ-পরিক্রমা,  
বিভাবে দুজনেই দুজনার পরিপূরক স্বত্ত্বা
সময়ের তানে বন্দী নয় যে জীবন
সে জীবন বপন করে মিতালী,
উর্দ্ধতনের সিঁড়ি বেয়ে সম্পর্কের বন্ধন
ভঙ্গুর অবক্ষয়ের ধ্বংস স্তূপে জাগরণের বার্তা
ঐ শোনো সমবেত সঙ্গীতের ঐক্যতান !