তোমাকে ভেবেছি আজ সারাটাদিন
প্রভাতের আলোয় তুমি  প্রভাতী,
নির্জন দুপুরে তুমি ছিলে অনামিকা
খেয়ালী বিকালে তুমি হলে পৌলমী
কনে দেখা আলোতে একান্ত আপন,
শুভ সন্ধ্যায় শীতল বাতাসের সোহাগে
তুমি এলে রজনীগন্ধার সুবাস নিয়ে ।
আমি রোগশয্যায় বাতায়ন প্রান্তে চেয়ে -
তোমারি টপে বন্দী জীবনের সরলরেখা
অঙ্কিত হয় রূপ রস ও গন্ধের মাধুর্য্যে
আমারি প্রতিটি শব্দের অক্ষরে অতন্দ্র
ঠুনক সভ্যতার জীবাশ্ম কাগজের ফুল !