না
আমি
মানুষ
না দেবতা,
প্রেম বিলিয়ে
প্রেমের শহিদ।
আজো যারা বঞ্চিত
নিপীড়িত,  অসহায়
আমি আছি তাদের মাঝে,
লৌহ  ক্রশে  পড়েছে  মরচে
শোণিত রসে ভেসে গেছে কাল
ধর্মের  বেড়াজাল  ছিন্ন  হয়েছে
রিক্ত  হয়েছে   সকল মানব দল,
ক্ষমার মাঝে পরম পাওয়া সে বাণী
আগামীর দূত তোমরা, শ্রেষ্ঠ জীব মানী।
তবু আছো আজো যারা এ জগত্ মাঝে শূণ্য
এসো হাত ধরো, প্রেমে একই দেহে হও পূর্ণ,
ক্ষমার আলোয় অন্তর হতে বিদ্বেষ বিষ নাশো!