এখন আমরা চলেছি ঠিকানা যেখানে
যখন তোমরা থেমে গেছ ঠিক সেখানে,
তোমরা যারা সংগ্রাম - বিপ্লব - স্বদেশ
আমরাই তারা স্বপন - সনত্ - সার্থক,
তোমরা চেয়েছিলে চির মুক্তি স্ব-অধীনে
আমরা এনেছি  স্বাধীনতা  পর-অধীনে,
দু'টোই  হল  অস্থির  সময়ের  ছবি
সেকালে ছিল কবি আজ বুদ্ধিজীবি,
সেদিন পথই ছিল আমাদের ঘর
আজ ঘরই হয়েছে বিদেশের চর,
আজও শুনি সেই বিজয় সংগীত
বদলেছে রং সময় এখন শীত!