হ্যাঁ
আমি
ভালোই
আছি বেশ,
ভাঁড়ের মধ্যে
গরম চা’য়ের
মিষ্টি মধুর রেশ,
শীতল জলের ধারা
তৃপ্তিদানে শরীর শেষ,
থাকি আমি ইতিহাসে বাঁধা
খাপ ছাড়া তলোয়ারের খোঁচা
ঠাণ্ডা  গরম  দু’য়ে মিলেই রচা,
লজ্জা ঘৃণা ভয় করেছি আমি জয়
অহিংস  নয়   সহিংসে  বায়ু  বয়,
ঘুরছে চাকা একের পর এক  ত্রিশঙ্কু
রতনে রতন চেনে গুছিয়ে নেয় সে’ বঙ্কু,
কাজে কিসের লাজ হোকনা যেমন খুশি কাজ
কানে তুলো চোখে ধুলো আহা রাজা কি বিচিত্র সাজ!