*গত ১৯শে আগস্ট ২০১৫ তারিখে আলোচনা সভাতে আমি ''বিশেষ  বিজ্ঞপ্তি'' নামে একটি আবেদন রাখি শ্রদ্ধেয় এডমিন মহাশয় এবং আপনাদের জন্য। তারপর ২৩শে আগস্ট রবিবার মধ্যাহ্নে স্বপ্নের মাঝে আদর্শের প্রতিক  এডমিন মহাশয় আমার সাথে কিছুসময় - তাই এই কবিতা - তাঁর প্রতি শ্রদ্ধার সাথে নিবেদন করলাম। নিচে প্রশ্নও দিলাম - আপনাদের জন্য।
--------------------------------------------------------


সময় তখন বেলা এগারোটা বাজিয়া দশ
হঠাৎ ঝংকারিত হইল গৃহের বৈদ্যুতিক ঘণ্টা
দূয়ার খুলিয়া দেখি দাঁড়ায়ে অচেনা এক ব্যক্তি,
সবিনয়ে শুধাই তাঁকে, 'কি হেতু আগমন তব?'
স্মিত হাসি হাসিয়া বলিলেন, 'আমি এডমিন',
অমনি হৃদয় হইল পুলকিত অপ্রত্যাশিত বিস্ময়ে!
প্রবেশদ্বার ত্যাজিয়া গৃহমধ্যে যুগ্ম পদার্পন --
'প্রণমি তোমারে আর্য্য, দাও তব আশীষ'
সন্মুখে বসাইয়া পাশে কাঁধে রাখিলেন হাত
কহিলেন, 'পেয়েছি পত্র তব, জেনেছি অভিলাশ'
কহিলাম, 'বিলম্বে কাজ কি আজ্ঞ দাও হে মহর্ষী'
উত্তর আসিল, ' পূর্বে তৃপ্তি চাহে এই মন '
- কেমনে করিব সেবা, তাপস করহ বর্ণন !
- চাই মোর তিনটি বস্তু যাহা অতিশয় শুদ্ধ
  তাতেই হইবে পরীক্ষা সম্পূর্ণ তোমা লাগি।
- অস্থির হইল চিত্ত, কহিলাম 'শীঘ্র কহ হে রাজন' -
পুনরায় বলিলেন, এখনি যাইব আমি পূণ্যস্নানে
স্নানের সমাপ্তি পরে দানিবে আমায় একটি চর্মাসন
তারি সাথে চাই ভোজনের তরে উচ্ছৃষ্ট আর
উদর হইতে নির্গত বমনসম খাদ্যার্ঘ্য মোর তরে।'
শুনিয়া সেই বাক্য বিমর্ষ হইল চিত্ত মম --
কিয়ৎ সময় হইল অতিবাহিত, অতঃপর আশার আলো,
এমন সময় বাহির হইতে আসিল উচ্চ কণ্ঠধ্বনি --
''বাঁচাও বাঁচাও মোরে আমি দিব তোমা সম্মত্তি ...''
ছুটিয়া গেনু ঘাটে, দিলাম ঝাঁপ বাঁচাইবার তরে
অমনি ভাঙ্গিল দিবাস্বপ্ন মম আজি এ মধ্যাহ্নে,
চাহিয়া দেখি আছি আমি সেই চর্মাসনে বসি
ভোজনের দুইটি পাত্র পাশে রাখা এক মসি !


.........................................................
* প্রশ্নঃ এডমিন মহাশয়ের চাওয়া সেই শুদ্ধ ৩টি বস্তু কি কি?
চেষ্টা করে দেখুন ! উত্তর আজই - দিনের শেষে পাবেন।


প্রশ্নের উত্তর :-  (ভারতীয় সময় - সন্ধ্যা ৬টা বেজে ২৮ মিনিটে)
১) ব্যাঘ্রাসন (পুরাণে যাহা শুদ্ধাসন / মর্মার্থে - মননশীল উপবেশন)
২) মধু (যাহা মৌমাছির বমন বা প্রি়সম্বোধনবিশেষ / মর্মার্থে - মধুর অভিবাদন)
৩) দুগ্ধ (সুরুয়া যাহা বাছুরের উচ্ছৃষ্ট / মর্মার্থে – সুকুমার মনের অধিকারী )