যাহা বলিব সত্য বলিব --
সত্য ছাড়া মিথ্যা বলিব না কেন?
সত্যের জন্য সবকিছু ত্যাগ করা যায়
কোনকিছুর জন্য সত্যকে ত্যাগ করা
আইনসিদ্ধ নয় কি !
আমি যথার্থই বলিব
আমার মক্কেলের জন্য --
মক্কেলই আমার মূলধন,
সততা রাখবো করেছি পণ
কালো পোশাকে বেঁধেছি মনন।


মিথ্যা যখন সত্য হয়
সত্য তখন অধরা রয়,
চলছে ডিঙ্গি  উড়ছে পাল
আছে কি মাঝি ধরবে হাল!