চল্ এগিয়ে চল্
সময়ের হাতে হাতকড়ি
যখন পরানো যাবেইনা
তখন সময় নষ্ট কেন ?
সময়ের অপচয়তো মৃত্যু -
কলমের খোঁচায় রূদ্ধ
শব্দগুচ্ছ চায় মুক্তি,
ওদের স্বচ্ছন্দে বিচরণ
করতে দাও এখনই,
যেমন খুশি যেখানে
ওদের ইচ্ছে যাক্,
সময়ের বন্ধনে বন্দী
কাব্য সাহিত্যের দর্পনে
মুখ লুকানো চরিত্র
মেঘের ভেলায় চড়ে
হাসবে নির্মল হাসি।


ছন্নছাড়া বলে ডাকতেই পারো
সেই সুনামের মর্যাদা রাখতে
যখন তোমরাও মুক্তি পাবে
'ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়!'
তাই সময় থাকতে থাকতে
আঁকড়ে ধরো জল আর মাটি
রোপন করো সঞ্জীবনী বীজ,
পরিশ্রমের ঘাম পায়ে ফেলে
সৃষ্টি করো ভরপুর প্রাণশক্তি,
সপ্তক সুরে বাঁধো নিজেদের
সমস্ত বাঁধা-নিষেধের গণ্ডি ছাড়িয়ে
অস্তিত্ব টিকিয়ে রাখার অধিকারে
গীতা পাঠ নয়, কর্মের আদর্শে
সময়ের ছুটি আজ শ্রমের রথে -
ইতিহাস চলবে হাঁটি-হাঁটি পা-পা ।