একটাই জীবন কয়েকটা দিন মাত্র
তারই মধ্যে দেওয়া-নেওয়া প্রয়োজন মাফিক,
সপ্তম সুরে বাঁধা স্বরলিপির তান
যেমন বাজাই তেমনি সে বাজে,
কখনও ভোগ-বিলাস আবার ত্যাগে
কখনওবা স্বার্থসিদ্ধির জন্য বিশ্বাসঘাতকতা,
বাঁধন ছাড়ার দলে আমরা সবাই
তবুও নিজের পিঠ বাঁচিয়ে চলি -
সৃষ্টির আয়োজন সবই পণ্ডশ্রম নয়
তোমার কীর্তিই তোমাকে পৌঁছবে গন্তব্যে।


কোন প্রশ্ন
কোন উত্তর
কোন ভেদ
কোন দ্বন্দ্ব
কোন আশা
কোন আক্ষেপ
কোন স্বপ্ন
কোনদিন যদি সত্যি হয়
মৃত হব জড়ের কাছে
জড় থাকবে সচল ভঙ্গিমায় !