মোর নাম এই বলে খ্যাত হোক
আমি অতি, অতি-সাধারণ লোক,
নক্ষত্র ভীড়ে আমি এক তারা
ধার করা  আলোতে ছন্দহারা,
শুকতারা নই, নই ধ্রুবতারা
মুক্তা খুঁজে আমি আজ পথহারা।
অনুজ্জ্বল আলোতে থাকি চেয়ে
পথভোলা পথিকের গান গেয়ে,
গান শুনে যদি লাগে মনে ব্যথা
সুদূরে মিলাবে গান যাব সেথা।
ফিরিবোনা কখনোও এই দ্বারে
সিন্ধু সেঁচে মুক্তা আনো বারে,
জয়ি হও সুখি হও আসরেতে
কালের যাত্রায় চিরস্থান পেতে।
আমি অনুচ্চারিত চিৎকারে গাই
ক্ষণিক অতিথি সাজে কাজ নাই,
তোমাদের ভালবাসা ধন্য ভাই
এর চেয়ে সুখ মোর নাহি চাই!