মুখে রঙ আর কালিতে নিজেকে সাজাই
সাজানো কথাগুলো বলি নিজস্ব ভঙ্গিমায়
কখনোবা হাসি আবার কখনো দুঃখে কাঁদি,
রাগ অভিমান অথবা বোবা কান্নার প্রতিশব্দ
এ সবকিছুই সাজানো এক ছায়াছবি মাত্র।
কিন্তু তোমাদের কাছে হয়তো জীবন্ত, হয়তোবা না
তাই কেউ মনে রাখে আবার কেউ যায় ভুলে,
আমি কিন্তু সবটাই ভুল ভেবে যাই ভুলে
কেননা যেখানে জীবনটাই এক অভিনয় !
অথচ যখন নিজের জীবন দিয়ে উপলব্ধি করি
এক জীবনের সাথে অপর আরেক জীবন
যখন বন্ধন হয় তখন শুধুই অস্থির প্রত্যাশা -
আশা-আকাঙ্খা চাওয়া-পাওয়া ভালবাসার নীড়ে
সেই জীবন্ত ছবির দৃশ্যপটে থাকে না
লাইট ......ক্যামেরা ......অ্যাকশন......
থাকে কেবল নেই.....নেই......আর নেই !