যখন আমি সবার কাছে প্রিয়
তখন আমি তোমার কাছে অপ্রিয়,
আর যখন তোমার কাছে প্রিয়
তখন সবার কাছে আমি অপ্রিয়
সময়ের ব্যবধানে বাঁধা আমাদের জীবন।
তোমাকে নিয়ে সুখ-স্বপ্নে সাজাবো সংসার
তারমাঝে শিল্প-সৃষ্টি হবে বৈচিত্র্যের অবসর,
মুখে ফেস পাউডার আর চোখে কাজল টেনে
বেনামী বন্দরে বসবাস প্রবাসী পথিকের ন্যায় –
নিজেকে নবরূপে অপরের কাছে জানাবার উপায়
খুঁজতে খুঁজতে যখন নিজেই দিশেহারা হয়ে পড়ি
তখন খোলা চোখে ভারী ফ্রেমের চশমা লাগিয়ে
নিমন্ত্রণ জানাই খবরের কাগজে ছোট্টো বিজ্ঞাপণে
সংস্কৃতি জাগরণের প্রবীণ কর্মীর সাম্মানিক অনুষ্ঠানে,
তখন আমি তোমার কাছে হয়ে উঠি অতি প্রিয়
আর অতিশয় অপ্রিয় হই সতীর্থ অভ্যাগতের তাড়নায়!