নিজের হাতে আগুন জ্বেলেছি
সেই আগুনে পুড়িয়ে দিয়েছি
আমাদের ভালবাসার রঙিন স্বপ্ন,
এক একটা দিন হচ্ছে অতীত
আর আমরা পরস্পরের থেকে দূরে।
ক্রমশ দূর থেকে দূরত্বর হচ্ছি –
কিন্তু কেন, কিসের জন্য ব্যবধান?
কোথায় হারিয়ে গেল ভালবাসা
কোথায় হারিয়ে গেল অঙ্গিকার
কোথায় হারিয়ে গেল বিশ্বাস !
নিজের কাছে প্রশ্ন ঠুকেছি বহুবার
পায়ে পায়ে পথ পরিক্রমা ক’রে
যখন গড়ে উঠেছিল ভালবাসার প্রাচীর
তখন সেই প্রাচীরে আজ ফাটল কেন?
তবে কি ঋতু পরিবর্তনে ঘটেছে  
খেলা ভাঙ্গার গান, প্রলয় ঝড়ে!
প্রলয় এল কোন পথ ধরে –
কিসের সংকেত দিয়ে যায় জীবনে?
জীবন যেখানে সত্য অসমাপ্ত গানে
রূঢ় বাস্তব জাগে বুবুক্ষাহীণ প্রাণে,
লোভ-বিদ্যা-আগ্রাস পোড়ে অহংকারে
ভালবাসা আজ নিঃশব্দে কাঁদে দ্বারে!