কখনোও যদি মনে পড়ে
চলে এসো আমার কাছে
দূয়ার রূদ্ধ নেই আজ
যাকিছু ব্যবধান ছিল কাল,
সবকিছু ছিন্ন ক'রে দিয়ে
সব বরবর্তার বাঁধ ভেঙে
এসো অতীত থেকে বর্তমানে।


তোমার রঙীন স্মৃতির ছায়া
আজও আমার কাছে উজ্জ্বল
তোমার বিরামহীন কর্ম চঞ্চলতা
পৃথক করেছিল আমাদের বিশ্বাস,
ছোট এক ভুলের মাশুল --
গুনতে গুনতে বিক্ষিপ্ত প্রাণগুলি
আকাশ প্রদীপ হয়ে অপেক্ষমান!


জীবনের সায়হ্ণে দাঁড়িয়ে থাকা
সেই চোরা-বালীর স্রোত এড়িয়ে
ভালবাসায় ফোটা আমাদের অঙ্কুর
ভরিয়ে দেবে বন্ধনের তৃপ্তি,
তার স্বীকৃতি গ্রহণ করবে
নব প্রজন্মের ভালবাসার ফসল
প্রেমের অপর নাম মিলন।