কবিতাটি উৎসর্গ করলাম : যাঁরা এই আসর ছেড়ে চলে গেছেন তাঁদের প্রত্যেকে।


যা গেছে তা যাক্
যা আছে তা থাক্,
যা ছিল তা ভালো
যা আছে তা কালো!


যা বলার তা বল
যা করার তা কর,
যা মন্দের ভালো
তা ভালোর মন্দ!


এনিয়ে কেন দ্বন্দ্ব
ফুলে বিষের গন্ধ,
সৃষ্টি  থাক্  সুপ্ত
হৃদয়   অবলুপ্ত!