প্রতিদিন তোমাকে ছুঁয়ে স্বপ্ন সাজাই
নানা রঙের আকাঙ্খা ঘিরে পথ চলা
বন্ধুর পথে তুমি হেঁটেছো আমার পাশে
পথের অধিকারে শপথের শীলমোহর
দৃঢ় করেছে সংকল্পের আগামী পদক্ষেপ
চুম্বনের মৃদু স্পর্শে আলোকিত সংসার।
তোমার উপস্থিতি আজও হয়নি অমলিন
তোমার চুড়িতে বাজে রাগ আনন্দ ভৈরবী
সকাল সাঁঝে তোমায় দেখি বাসন্তি রঙে
তুমি ঘন কালো কেশের দোলায় কৃষ্ণকলি
বাহারি ফুলের মাঝে এক রঙা চাঁপার কলি
জল ভরা পাত্রে উদাসি রঙিন মাছের খেলা।
তোমাকে ভেবে কেটে যাওয়া অলস সময়
তোমাকে নিয়ে লেখা জীবনের একঅধ্যায়
তোমাকে ঘিরে নতুন প্রাণের প্রসার সাধন
তোমার ব্যথায় কাতর অনুশাসনের সূত্র খুঁজে
আমি নিজেকে হারিয়ে তোমার মাঝে জয়ী
একটানা খেয়া বাওয়া হাল তুমি যে সঞ্চারী!