আদেশ উপদেশ নীতিকথা
শুনতে শুনতে অভ্যস্থ হয়েছি
সেই কোন ছোটবেলা থেকে,
কিন্তু যখন দেখি গুণী মানুষ
যার সমাজে অনেক নামডাক
সেই মানুষটির একটা ভুলে
দেশ-কাল-পাত্র বিকিয়ে
আখেঁর সাজায় ক্ষণসুখ,
তখন মাটি ফুঁড়ে বিষবৃক্ষ
মাটিতে ঢেলে দেয় অমৃত,
তারই উপর আমাদের শব
ইচ্ছামৃত্যু বরণ শরসজ্জায়!