রাতের শেষে দিন এসে দেয় ডাক
দিগন্তে সকল ঝড়ঝাপটা মৃতপ্রায়,
ওড়না উড়িয়ে আসে ভোরের রোদ
চঞ্চল হয়ে নৃত্য করে জল তরঙ্গ
মৃদঙ্গ ধ্বনিতে বাতাস করে খেলা
রঙিন সাজে সেজে ওঠে পুষ্পবন,
আর নতুন দিনের খবর নিয়ে আসে
অপাংক্তেয় ভাসমান যাযাবরের দল,
শপথ ও সংগ্রাম সঙ্ঘর্ষে পথ প্রবহ
অপাঙ্গ রেখায় মনুষ্যত্বের বুনিয়াদ!