ওই দূরের যে বাড়িটা দেখছো
ওটা একদিন আমাদের ছিল
আমাদের ভালবাসার সুখীগৃহ
আর আজ বাড়িটা থেকে দূরে,
ছায়া ঢাকা ডোবার ধারে
হিজল গাছের ফুল ঝরে
ভোরের পাখিরা গায় গান
ঘাটের শান গেছে চটে
স্মৃতি আজ অস্পষ্ট হয়ে
বুকের মাঝে দেয় ব্যথা
তবুও যেতে চায় মন,
যাব সন্ধ্যা প্রদীপ হাতে
সকল দুঃখের অবসানে।
আজ আবার ভালবাসবো
তোমাকে নিয়ে নিবিড় হব
আমার কান্না তোমার রাগে
যখন ডাকলে কাছে অনুরাগে
এসো খেলা ভাঙার খেলায়!