ওখানে কেমন আছ সুনীলবাবু ?
তোমার নীরাকে রেখে চলে গেলে
তবে নীরা আজও যৌবনা রূপবতী
তার ঋজুরেখায় এখনও নির্লিপ্ত হাসি
চোখের মোহিনী আঁখিপাতে আর্দ্রতা
চলনে তটিনীসম হিল্লোল উচ্ছ্বাস
মৃদুভাষে উনমনা মন ঘনিষ্ঠতায়
কেশরাশি বাহান্ন বছরেও শ্যামাঙ্গিনী
এসব কিছুই সম্ভব হয়েছে
আমি কথা রেখেছি কবি।


একদিন প্রার্থী হয়ে চেয়েছিলাম
তোমার স্বপ্নের সুন্দরী নীরাকে
তুমি স্বহস্তে পত্রপাঠ জবাব দিলে -
তোমার কবিতায় তাকে ঠাঁই দিও
অতিথিকে তবে রেখ যতন করে
তোমার কথা রেখেছি আমি কবি।
তার শ্লীলতা অক্ষুন্ন অটুট আছে
শুধু একটি নিবিড় বন্ধনে স্থির,
কাব্য মাধুর্য্যে বিভোর হওয়ার পর
নীরাকে আমি স্পর্শ করি ছন্দ মন্থনে
চর্চিত তনুরুচির প্রলেপে ভালবেসেছি
আমার অঙ্গুলি সম্পাদনে লজ্জাবতী
রাঙা হয়ে উঠেছিল কিনা জানিনা
তবে শুধু তোমার কথা রাখতে
কখনোই নীরাকে হলুদ রঙে সাজাইনি,
মাঝে মাঝে বিষন্ন দৃষ্টিতে চেয়েছে
বুঝতে পারিনি কতটা অসুখ হলে
একান্তভাবে চোরাপথ অতিক্রম করে
রমণীকে সেবা করলে স্নাত হত,
তবে রাতের গভীর সমবেদনায়
তাকে সঙ্গ দিয়েছি অনুরণনের সাজে
তাই আমার কাব্য তোমার পরশে ধন্য
তুমি আজও আছ সুনীলেরই নীরা।


আজ কাব্যের দ্রোণীতে ভাসিয়ে দিলাম
যাও ফিরে নীললোহিতের রক্তস্রোতে
থাক চিরকাল তারই নীরা হয়ে -
তোমার দাক্ষিণ্যে আমার শয্যা সাজাব
শুধুমাত্র আমার ব্যক্তিগত কবিতায়!


========================


আজ থেকে প্রায় ১২ বছর আগে আমার প্রিয় কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের নিকট একটি কবিতা পাঠিয়েছিলাম "প্রার্থী"। তাঁর নিকট থেকে অনেক অনেক ভালবাসা ও শুভেচ্ছা পেয়েছিলাম পত্রপাঠ। আজ তিনি আমাদের মধ্যে নেই। এই কবিতা তাঁকেই উৎসর্গ করলাম।