নিকষ কালো অন্ধকার ঠুকরে
আলোয় চোখ মেলার পর
আমার বাবা-মা পিঠ চাপড়ে
মুখে ফড়িং গুঁজে দিয়ে
উড়ে চলে গেলেন অন্য বনে
আমি হারিয়ে গেলাম বনারণ্যে।
একটু একটু ভয় করলেও
একজোড়া ডানায় উড়ে চলি,
চলতে চলতে হল প্রেম
বিজাতীয় প্রেমের বন্ধনে
বাঁধা পড়লাম মানুষের কাছে
ওদের খাবারে অভ্যস্থ হলাম,
দিনে দিনে আমার আকাশ
ছোট হয়ে গৃহে বন্দী হলাম।
হরে রাম হরে কৃষ্ণ বলে ডাকি
শেখানো বুলিতে ওদের খুশি রাখি,
যেদিন আমার বুলি গেল চলে
উড়িয়ে দিল দুষ্টু পাখি বলে
তখন আমি উড়তে গেছি ভুলে
প্রেমের বাঁধন সবই হল মিছে !