ঐ দূরের যে ফুলের বাগান
যেখানে নানা ফুল ফুটে আছে
রোদ বৃষ্টি তুফান উপেক্ষা করে
সেখানে একবার চল আমার সাথে
প্রাণ ভরে নেবে সুঘ্রাণ হেমন্তে
ওদের সৌন্দর্য্যে মুগ্ধ হবেই
অনেকটা সময় চলে গেলেও
তুমি বিরক্তবোধ করবে না জানি।
বলতে পারো কেন? হয়তো বলবে -
সৌন্দর্য্যের প্রেমে পাগলপারা
আমি বলব এর নাম বন্ধন,
কেন জান - বাঁধনে লাগে শক্তি
যদি বল প্রেম তাতে লাগে ভক্তি,
আর ফুল নিজেকে উজাড় করে
তার রূপ রস গন্ধে আনন্দে
তাই ফুলকে আমি বলি নারী
সে বাঁধে আর ভোলায় দোলায়
তুমি কি দুলবে আমার সাথে!