পশ্চিমে যখন সূর্য্য অস্তাচলে
ভাঁট ফুলের গন্ধে উতলা মন
নদীর বুকে জোয়ারের ঢেউ ওঠে
গরুর পাল নিয়ে রাখাল ঘরে ফেরে
সাঁঝের পাখিরা চলে ক্লান্ত ডানায়,
তুমি তখন কাজল রেখায় সাজো
মুক্তবেণী ফুলডোরে কবরী বাঁধো
অঙ্গশোভা সাজাও নীলাম্বরী শাড়িতে
রুনুঝুনু নুপুরের শব্দে পায়চারি কর
ঘনঘন আমারই মগজের মেঝেতে,
আর আমি মহানগরীর রাজপথে
স্বপ্নের সেতু বন্ধনের কারিগর
একগুঁয়ে সময়ের বাঁধ ভেঙে
ঘরে ফিরি মঙ্গলদীপের আলোয়
তোমাকে দেখি নবরূপা - অনামিকা!
তুমি স্মিত হাসি হেসে বলো
এইতো সময় হল ভালবাসবার,
দু'বাহু তোমাকে চায় সহজ পাঠে
মায়া আর মিলনে বিনিদ্র রাত কাটে!