একদিন প্রতিদিন প্রতিটি সময়
এমন ছিল যখন তুমি থাকতে
শয়নে স্বপনে আর জাগরণে,
আর আজ খুব কাছাকাছি
পরস্পর আমরা পরস্পরের,
তোমার শাড়ি গহনা তথা সাজসজ্জা
সেখানে আমার উপস্থিতি নির্ভরশীল
আর আমার সেবা শুশ্রুষা ও তৃপ্তি
তোমার দয়ায় চলমান রীতিনীতি,
তাই বোধহয় চায়ের লিকার কড়া হয়
আমাকে বলা তোমার কথাগুলি
বাজারের ফর্দ হিসাবে লেখা হয়
আমার চাহিদার অঙ্কে ভাগশেষ
হিসাবের খাতা পূর্ণ হয় গরমিলে,
সময়ের পদধ্বনি বাজে জীবন যুদ্ধে
ভালবাসা ভাটার টানে যায় হারিয়ে
যখন  ক্রোধ বিশ্বাসে আঘাত হানে
দূর থেকে দূরতর হয় মিলন রেখা
ভেসে যায় মরা মাছি অশ্রুধারায়
তবু মন আজও চায় সুখী গৃহকোণ!
      ==========
সারকথাঃ- বিশ্বাসে ত্যাগ, ত্যাগেই সুখ।