এক এক করে এগিয়ে এলে তোমরা
সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে পড়লে,
আমার যাকিছু সম্পদ, ক্ষুদ্র এই প্রাণ
তোমরা নেবে কি আমার দেওয়া দান?


ভয় নেই, পিছন ফেরার ভয় নেই
সামনের দিকে যতটা যাওয়া যায়
ততটাই পায়ে পায়ে এগিয়ে চললে
কিছুটা পাপক্ষয়, ক্লান্তি পিছনে রাখলে।


যাওয়ার বেলায় নাও যদি ক্ষণেক দান
হতাম পুচ্ছ তোমাদের অনুসারী মান!