আজ পর্যন্ত মেয়েদের নিয়ে
অনেক গল্পে, অনেক উপন্যাসে, কবিতায়
অনেক কথাই বলা হয়েছে, বলা হবে।
আমিও আজ মেয়েদের কথাই বলবো
মেয়েরা জগৎ সংসারের অর্ধেক দন্ড
অর্থাৎ বিশ্ব ঐতিহ্যবাহী ধারকদন্ড
তাই তাদের কথা বলতেই হবে।
হাঁটতে শেখা কথা বলা পড়তে শেখা
সবচেয়ে আগে মা'য়েদের প্রয়োজন,
খিদে পেলে সন্তানের খাওয়ার পর মা
ঘুম পেলে মা'য়ের নরম কোল সবার আগে
এতো গেল মমতাময়ী মা'য়েদের কথা।
জীবনে-মরণে সুখে-দুঃখে পুরুষের সাথে
সবার আগে সমস্ত জীবন ধরে তার স্ত্রী,
স্নেহ-ভালোবাসা দিতে পারে মেয়েই
তাই মেয়েরাই যখন মেয়ে,
পুরুষ পিতা হওয়ার সৌভাগ্য লাভ করে,
আর মেয়েরা যখন পুরুষের প্রেমিকা
তখন সে শীতের সোনা রোদের সুর-সংগীত।


যে মেয়েটা পাড়ায় পাড়ায় মুড়ি ভাজে
যে মেয়েটা স্কুলের খুব মেধাবী ছাত্রী
যে মেয়েটা ব্যাঙ্কের ব্যাঙ্ক-ম্যানেজার
যে মেয়েটা সারাদিন টিউশনি করে
যে মেয়েটা বাড়ি বাড়ি কাজ করে
আর যে মেয়েটা রাতের অন্ধকারে
নিজেকে সাজায় কেবল পুরুষের জন্য
সামান্য কিছু অর্থের আশায়।


সব মেয়েদের শরীরেই ক্ষমতার দ্যুতি আছে
সেটা পুরুষরা দেখেও না দেখার ভান করে
সেকারণেই পৃথা আজও কেঁপে ওঠে
ভেঙে গুঁড়িয়ে যায় আজকের নগ্ন সভ্যতা।
পুরুষরা যখন মেয়েদের দুর্বল ভাবে
তখন ভাবতে ভুলে যায় প্রতিভা প্যাটেল,
কল্পনা চাওলা, রাণী যোধার কথা
পুরুষরা যখন মেয়েদের স্বার্থান্বেষী ভাবে
তখন ভাবতে ভুলে যায় ভগিনী নিবেদিতা,
প্রীতিলতা ওয়াদ্দেদার, দেবী চৌধুরাণীর কথা
মেয়েরা আসলে ক্ষমতার একটা আলোক শিখা
সেই শিখার আলোক দ্যুতি সবাই গ্রহণ করতে পারে না
যারা পারে তারা মেয়েদের ভালোবাসে মেয়ে বলে
এবং সম্পূর্ণা এক মানবী বলেই।