প্রতিদিনের মত আজও নিজেকে দেখলাম
কলঘরে স্নানের আগে এবং পরে অনেকক্ষণ
নিজেকে দেখা আয়নায় প্রতিবিম্বের মুখোমুখি।
সাবানের সুঘ্রাণ নির্লিপ্ত নির্মলতায়
সলিলধারায় ক্লেদময় জীবনচক্র
দুর্গন্ধের হাতছানি অন্তরে বাহিরে।


সূর্য এখন মধ্যগগনে হাঁটি হাঁটি পা পা
বাতাস ক্রমশই হাল্কা আর উত্তপ্ত
অতীত থমকে দাঁড়ায় বর্তমানে।
দীপ্তির মুখমন্ডল গ্লানির বিধ্বস্ততায়
কম্পমান জীবনবোধে বলিরেখা
সংযমী সংগ্রাম তখনও গর্বিত।


ব্যর্থতা লাঞ্ছনা ভীরুতা স্পষ্ট হয়
প্রতিবিম্বের আস্ফালনে হৃদয় কাঁদে
আরও একবার একান্তে কাছাকাছি,
নিজেই নিজের ওষ্ঠে চুম্বন এঁকে দিই
অবমাননার গর্ভে ভালোবাসার জন্ম
সূচিত হোক নবীন প্রতিষেধকের প্রেম!