শাসনের মুগুর মেরে মেরে
এতকাল চুপ করিয়ে রেখেছিল,
এবার সময় হয়েছে শাসন ভাঙার।
স্বাধীন দেশের স্বাধীন নাগরিক
তাই বলে যা খুশি তাই করবো না
যেটা আমাদের প্রাপ্য ছিনিয়ে নেব
সোজা কথায় কাজ না হলে,
তাতে যদি লেজ কাটা পড়ে
পড়ুক না - দোষের কি!
বরং লেজ থাকলেই বিপদ
আগুন লাগিয়ে জল ঢালার বাহানায়
চুপি চুপি পাশপোর্ট-বিদেশ গমন।
স্বভাবে আদিম বানর, ভুললে চলবে?
আমাদের বিদ্রোহ একটা দ্বীপের ন্যায়
চারিদিকে জল আর মাঝখানে আমরা
মরতে যখন হবে, মেরেই মরবো।
আমার হাত ধরতে না চাইলে ধরবেন না -
কিন্তু ধরতে হলে সাঁতার জানতেই হবে।
বিচার-বিবেচনা আপনাদের হাতে
আপনাদের সেবা করার সুযোগ চাই!