তোমার চোখের কাজল আমি
তুমি আমার চোখের কালি,
যদি হারাও পথের দিশা
পাবে দেখা পথের বাঁকে -
সাজাবো বাগান আমি মালি
আমি নারী, আমিই সারি।


তোমার হাতের রঙিন সুতো
বাঁধবে আমায় সোহাগ ছোঁয়ায়,
শপথ নিয়ে এগিয়ে যাবো
দুঃখ সুখের খেয়া বাওয়া -
প্রেমের মাতন মন্ত্রে গাওয়া।


তোমার পরশ মেখে আমি
ধন্য হবো প্রেমের ভেলায়,
তুমি তখন অবাক চোখে
দুলবে শুধু চতূর্দোলায়,
স্বপ্নে বিভোর বাসর রাতে
ডাকবে সারি, তুমিই নারী।


তবুও যদি ওঠে গো ঝড়
ঝড়ের রাগে টুটবে না ঘর
তুমি ওড়াও পালের খেয়া
আমি তখন হালের মাঝি,
এই কথাটি রাখবো জানি
আমরা যে তাই শুকসারি।